You are currently viewing ঈমানের রুকন কয়টি ও কি কি ও শাখাসমূহ

ঈমানের রুকন কয়টি ও কি কি ও শাখাসমূহ

ঈমানের রুকন কয়টি ও কি কি ও শাখাসমূহ

আলহামদু লিল্লাহ।.

ঈমান বলতে যা আকিদা সেটার মূলভিত্তি ছয়টি।

যে ভিত্তিগুলো হাদিসে জিব্রাইল-এ জিব্রাইল (আঃ) কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্নের প্রেক্ষিতে উদ্ধৃত হয়েছে যে:

  1. “ঈমান হচ্ছে: আল্লাহ্‌র প্রতি ঈমান আনা,
  2. ফেরেশতাদের প্রতি ঈমান আনা,
  3. রাসূলদের প্রতি ঈমান আনা,
  4. শেষ দিবসের প্রতি ঈমান এবং
  5. ভাল-মন্দের প্রই ঈমান আনা ও
  6. তাকদীরের প্রতি ঈমান।”[সহিহ বুখারী ও সহিহ মুসলিম]

Social Media Link

ফেসবুক | টুইটার | ইনষ্টাগ্রাম | সকল প্রবন্ধ | নীড়

Print Friendly, PDF & Email

Leave a Reply