সদস্য হওয়ার নিয়ম আমাদের সংগটনের সাথে যুক্ত হওয়ার জন্য বা সদ্যস হওয়ার জন্য যে যে যোগ্যতা আপনার থাকা জরুরী তা নিম্মে বর্ণনা করা হলোঃ- সদস্য হওয়ার যোগ্যতা ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ নিয়ে লেখালেখি করেন এমন যে কেউ এর সদস্য হতে পারবেন। ফোরামের সদস্য হতে হলে কুরআন-সুন্নাহর অনুসারী হতে হবে। এই ফোরামের সদস্য হওয়ার বয়সসীমা নেই। সদস্যদের জন্য পালনীয় শর্তাবলী বিশুদ্ধ আকিদা ও কুরআন-সুন্নাহ নির্দেশিত পথ ও পন্থা অনুসরণ করতে হবে। সত্যের পক্ষে এবং ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে লেখালেখি চর্চা করতে হবে। পেশাদার লেখকদের স্বার্থরক্ষা, অধিকার আদায়, পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সব ধরনের ভেদাভেদ দূর করার মানসিকতা লালন করতে হবে। লেখক বন্ধুদের কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জনে সহায়তা, বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। ফোরামের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে যথাসম্ভব সচেষ্ট থাকতে হবে। সমাজ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। গঠনতন্ত্রের নিয়মাবলী যথাযথ মেনে চলতে হবে। সংগঠনের মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। সদস্য পদ বাতিল ফোরামের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত হলে। প্রচলিত ফৌজদারি আইনে দণ্ডপ্রাপ্ত হলে মানসিকভাবে কোনো সদস্য অসুস্থ বা অপ্রকৃতিস্থ ঘোষিত হলে। সদস্য সংগ্রহ ও ভর্তি ১০০ (একশত) টাকার বিনিময়ে ফোরামের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে পাসপোর্ট সাইজ রঙিন ২ (দুই) কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে। ফোরামের ভর্তি ফি- ১০০০ (একহাজার) টাকা মাত্র।